0

​রুটিন​ করে English শেখা শুরু করুন

এটা আমাদের জন্য বিরাট সমস্যা যে, আমরা test/exam, দেশের বাইরে যাওয়া – এসব কারণে পড়লেখা হঠাৎ খুব বাড়িয়ে দেই। কিন্তু regular basis-এ নিয়মতান্ত্রিক কোনো লেখাপড়া করি না।

 

এমন student কম যারা লেখাপড়াটা নিয়মতান্ত্রিকভাবে করে। নিয়মতান্ত্রিক লেখাপড়া যদি কম হয়, তাতে ফল ভাল হয়। ‘ফল’ শব্দটিকে বলতে আমি কিন্তু লেখাপড়ার গতানুগতিক result বোঝাচ্ছি না শুধু! বরং ultimate output বোঝাচ্ছি। Result, learning, understanding, development বোঝাচ্ছি।

 

রুটিন কিভাবে করবেন?

 

তার আগে বলি, রুটিন যেন বাস্তবসম্মত (practical) একটি রুটিন হয়। বিশাল একটি স্বপ্ন না হয়! Daydream বুঝেন তো? খুব বড় রকমের স্বপ্ন, মানুষ জাগ্রত অবস্থায় যেটাতে বিভোর হয়। বেশিরভাগই অলীক-অবাস্তব! Sentence-টি লক্ষ করুন: Stop daydreaming an impossible

routine and start work.   

 

রুটিন করার সহজ পদ্ধতি হল, প্রথমে আপনার পড়ার সময়গুলোকে সনাক্ত করে লিখে ফেলা। দিনে যে কয় ঘণ্টা পড়েন, সেই সময়ে কখন কী পড়বেন – এবার তা ঠিক করুন।

 

প্রতিদিন কিছু শুনুন (listening practice)

প্রতিদিন কিছু vocabulary আয়ত্ত করুন (vocabulary practice)

 

…এভাবে প্রয়োজন অনুযায়ী reading, writing, speaking কে routine-এর মধ্যে আনুন।
Routine একটা বানিয়েই ফেলুন। এই বিষয়ে আরো কিছু tips দেব ইনশাআল্লাহ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *