Abdullah Sir, পুরো নাম Abdullah Malik, এক সময়ে S@ifur’s-এর General English-এর Course Coordinator ছিলেন। সেখানে থাকতে উনি মূলত নিতেন General English-এর class. এছাড়াও উনি S@ifur’s-এ থাকতে Spoken English, IELTS-এর speaking Mock-test নিতেন।
এছাড়াও পড়িয়েছেন Markaz-ud-Dawah Al Islamia (উচ্চতর মাদ্রাসা ও গবেষণা প্রতিষ্ঠান) এবং Bangladesh institute of Management Studies (BiMS) [Heriot-Watt University-এর study centre] -এ.
S@ifur’s Speaking with Question & Answer in 40 Days – বইটির লেখক Abdullah sir.
Abdullah sir English পড়ানোর সময় ও পড়ানোর বাইরে নিজে English language নিয়ে এই চিন্তা ও গবেষণা করেন যে কিভাবে বাংলাদেশের দুর্বল student-দেরকে সহজে English শেখানো যায়। Abdullah sir English পড়ান কিন্তু এই ক্ষেত্রে তিনি নিজ style ও স্বাধীনতাকে প্রাধাণ্য দেন ও student-দের চাহিদাকে মূখ্য মনে করে customized approach-এ English পড়ান। উনার সাথে যোগাযোগ করলে একজন student সেটা বুঝবেন।
English শেখা-শেখানো বিষয়ে Abdullah sir-এর অনুভূতি তিনি এভাবে ব্যক্ত করেছেন:
আমাদের দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের ত্রুটির কারণে English language-এ আমরা পিছিয়েছি। এর দায় আমাদের সংশ্লিষ্ট সবার। বর্তমানে Communicative English-কে গুরুত্ব দেয়া হলেও যে পরিমাণ teacher’s training দরকার তার অনেক অভাব। তবে আমরা আশাবাদী।
English language শেখা, শিখানো, বলা ও সার্বিক ব্যবহারে আমূল পরিবর্তন আসা দরকার। Learning methodology-তে যেমন ভুল আছে। আরও বেশী ভুল আছে আমাদের use বা ব্যবহারে। কেউ কেউ হয়ত আমার এই “বাংলা-ইংরেজী” মিশ্রণকেও এর অন্তর্ভূক্ত করবেন। আমি তা মানব, অস্বীকার করব না। কিন্তু এটাও বলব, communication-এর সার্থকতা, ভাষার প্রতি সম্মান ঠিক রেখে, learning-কে আরও ফলপ্রসূ করার জন্য teacher এটা করতে পারেন। কিন্তু যত্রতত্র যা ইচ্ছা তাই ভাষা নিয়ে করার অধিকার আমাদের কারো নেই।
English language skill বাড়ানোর জন্য সঠিক পথ ও পদ্ধতি apply করলে সবাই ভাল শিখাতে পারবে ইনশআল্লাহ। আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আছে তা থেকে বলছি, আমাদের বাংলাদেশের অধিকাংশ learner-দের focus ঠিক নেই। আমার student-দের 2%-3% পেয়েছি বড়জোর – যাদের focus, অর্থাৎ লক্ষ ও উদ্দেশ্য ঠিক আছে।
যাহোক website করেছিই কিছু নেয়ার ও দেয়ার জন্য। নিজে শিখব ও চেষ্টা করব শেখাতে। আল্লাহ তায়ালা জানেন কি হবে! কিন্তু let us exert our good efforts. আমাদেরকে ভাল প্রচেষ্টা করে যেতে হবে।
এই site-কে আমার আপনার English development-এর একটি নীরব আন্দোলন মনে করুন। যদি কিছু উৎসাহ-উদ্দীপনা নিয়ে English চর্চা শুরু করতে পারেন, আমাকে ফোন করুন, বা Email করুন। আমার ভাল লাগবে। অার উপকৃত হয়ে যদি কোন যোগাযোগ না করেন, fine, তবু কি আমরা সার্থক নই!? আমার Phone: 01979-109-209, 01714-17-87-67 (Abdullah sir) Email: abdullahsirbd[@]gmail[dot]com
Site ইনশাআল্লাহ regularly (প্রতি নিয়ত) update হতে থাকবে। Regular update পাওয়ার জন্য subscribe করুন।
Mission
Teach the people of Bangladesh English easily, interestingly and with great care.
I am Abdullah Malik. My students call me Abdullah Sir. I am with English teaching since 1997 (Sometimes institutionally and sometimes alone). I will NOT tell you that read newspaper, watch CNN and BBC to learn English. I will become your doctor and see what is your need and problem first. Than step by step I will help you inshaAllah.