0

Business English Development করবেন কিভাবে

প্রথমত বুঝুন আপনার প্রয়োজন – What is your need and necessity?

সব professional-দের চাহিদা/requirement এক রকম না।

হ্যাঁ, email, basic speaking, সহজ জিনিস পড়ে বোঝা – এগুলো সবার দরকার। এর জন্য কিছু লেখাপড়ার আসলে কোন বিকল্প নেই।

তিন-চারজন সমমনা বন্ধু/colleague একটা group তৈরী করতে পারেন। শুরু করে দেন regular speaking practice.

নীলক্ষেতে অনেক বই পাবেন speaking practice, email writing আর reading-এর।

Internet-তো বিশাল একটা resource – সন্দেহ নেই!

কিন্তু প্রতিদিন কিছু specific বিষয় না পড়লে/practice না করলে কোন ফায়দা নেই। যেমন আপনি meeting-এ ব্যবহৃত sentences/words পড়লেন, শিখলেন, জানলেন। এখন একটু practice-ও করুন। এভাবে প্রতিদিন আপনার English শেখায় নতুন একটা মাত্র যোগ করার প্রয়াস চালান। বেশি organized/গোছানোর প্রয়োজন নাই। পড়ুন, practice করুন। practice করুন, পড়ুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *