1. In order to
কোন argument-এর উদ্দেশ্যে introduction-এ, অর্থাৎ শুরুতে “In order to” ব্যবহৃত হতে পারে।
যেমন: In order to understand X, we need first to understand Y.
2. In other words
কোন বিষয় একভাবে বুঝিয়ে আরেকটু সহজে আবার বোঝানোর জন্য “in other words” বলা হয়। যেমন বাংলায় আমরা বলি, “অন্যভাবে বলতে গেলে…”, “আরেকভাবে…”
যেমন: Frogs are amphibians. In other words, they live on the land and in the water.
3. To put it another way
এই phrase-টি আসলে “in other words”-এরই আরেক রূপ।
যেমন: Plants rely on photosynthesis. To put it another way, they will die without the sun.”
4. That is to say
আপনি যা বলতে চাচ্ছেন তার সাথে আরও কিছু সংযুক্ত করতে বা বলতে “That is” and “that is to say” ব্যবহৃত হয়, যা বক্তব্যকে আরও স্পষ্ট করে।
যেমন: Whales are mammals. That is to say, they must breathe air.
5. To that end
“To that end” বা “to this end” হল “in order to” বা “so” -এর আরেক রূপ।
যেমন:
a. He wanted to discuss his position, and arranged a meeting to this end. (to this end = সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য)
b. Zoologists have long sought to understand how animals communicate with each other. To that end (= সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য) , a new study has been launched that looks at elephant sounds and their possible meanings.