আপনি যদি কথাই না বলতে পারেন, কী English জানেন?
আপনি যদি English না বুঝেন, কতটুকু English আর জানেন?
– ঠিক আছে? জ্বী এটা সবাই বুঝি।
আরেকটা বিষয় হল, language মনে আগে মুখে তারপরেই আসে!
এটা বুঝলে ব্যস, শুরু করে দিন মুখে আনা।
ফাঁক আরেকটু আছে। সঠিকভাবে মুখে আনাকে ignore করে নয়! আমার কাছে recently এমন কিছু student আসলো, যখন তাদের placement test দিলাম, দেখলাম, ভুল বলতে বলতে ভুলটাই এখন তাদের শুদ্ধ মনে হয়!
…বড় বিপদ কি না?
সঠিকটা জানুন, সঠিকটা practice করুন!