কোন word-এর সাথে কোন word “partner” হয়? তা collocation আপনাকে বলে দিবে। Collocation অর্থ “word এর partnership”.
যেমন: serious decision, hilly place, fantastic idea, sarcastic remark – প্রতিটি জোড়ায় word partner-রা একত্রে used হয়েছে।
আপনি যত বেশি বেশি standard reading পড়বেন, তত ভাল ভাল collocation শিখতে পারবেন। আমার student-দের আমি collocation শেখার উপর খুব জোর দিয়ে থাকি।
Advanced dictionary-গুলোতে কোন word-এর সাথে সাধারণত কী কী শব্দ ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ তার common word partner গুলি কী, তা উল্লেখ করা থাকে।
আমি Oxford Collocation Dictionary-নীলক্ষেত থেকেই কিনেছি; বলতে পারিনা এখনো পাওয়া যায় কিনা; তবে সম্ভবত ভাল ও বড় importer দের কাছে পাবেন।
Collocation শিখতে যেন পাঠক উৎসাহিত হন তাই heavy কিভাবে অন্যান্য word-এর সাথে used হয় তা Longman Dictionary থেকে তুলে দেয়া হল:
heavy traffic heavy rain/snow
heavy fighting
heavy drinking also heavy drinker
heavy smoking also heavy smoker
heavy burden/demands/pressure
heavy fine
heavy casualties (=a lot of deaths or injuries)
heavy losses
heavy defeat
heavy cold
heavy use of something