আমরা অনেক এই ভুল ধারণা পোষণ করে থাকি যে কোন একটি course করে অতি অল্প সময়ে English improve করা সম্ভব।
আপনি কতটুকু English জানেন, course-এর লক্ষ্য ও বিষয়বস্তু কী এবং course-teacher যিনি – তার experience ও যোগ্যতা — এগুলো সবই important factor – যার উপর course করা বা না করার সার্থকতা নিহিত।
25-30 দিনের একটা course করে English-এর উল্লেখযোগ্য কোন part শিখতে পারবেন এই আশা যেমন ভুল, অভিজ্ঞ একজন teacher-এর কাছে course করেও কিছু শেখা হবে না – এটাও তেমন ভুল।
আপনি যেখানেই course করুন, নিচের বিষয়গুলি খেয়াল রাখুন:
– Course teacher-এর সাথে নিজে সরাসরি কথা বলুন – course সম্পর্কে, উনার পড়ানোর কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
– Course-টি কি একজন অভিজ্ঞ teacher নেবেন? নাকি একাধিক? 25-30 দিনের ছোট course-এ একাধিক teacher থাকলে অনেক সময় ফায়দা (benefit) কম হয়।
– আপনি হুট করে কোথাও না ভর্তি হয়ে নিজে কিছুদিন একটু English নিয়ে নাড়াচাড়া করুন। কিছু পড়ুন ও শুনুন। একদম হঠাৎ কোথাও যাওয়ার থেকে এটা উপকারী। তবে যদি আপনি একদম basic level থেকে কোন course শুরু করেন, তাহলে ভিন্ন। IELTS বা এই জাতীয় পরীক্ষার course করতে চাইলে নিজে একটু বিষয়বস্তু বা কি, কিন ও কিভাবে দেখে যাওয়া ভাল।
– ভাল করে জানুন, যে environment-এ বা পরিবেশে আপনি course-টা করতে যাচ্ছেন/চাচ্ছেন তা আপনার পক্ষে কতটুকু অনুকূল(?)
আশা করি এই বিষয়গুলো লক্ষ্য রেখে কোন course-এ ভর্তি হলে কম্পক্ষে ঐ course-এর benefit আপনি পাবেন। নতুবা দেখবেন, কেউ কেউ কোথাও একটি course করেছে – উদ্দেশ্য, করণীয়, ফায়দা কিছুই বুঝেনি! এখন কোথাও আর সে কোন course-ই করতে চায় না।
শেষ একটি কথা! Course করবেন ভাল কথা – নিজে কি চর্চা, লেখাপড়া ও পরিশ্রম বাদ দেবেন? বা একদম shortcut কোন method-এ English শিখবেন এই খেয়াল করছেন? তাহলে অবশ্য ভুল হবে।
–