এটাই হল দেখার বিষয় যে grammar শেখা অনুপাতে use হচ্ছে কিনা।
যে পরিমাণ grammar শিখলেন সে পরিমাণ কি তা practice করছেন? তাহলে grammar-এর উদ্দেশ্য পূরণ হচ্ছে। নইলে তো শুধু grammar শিখছেন!
লাভ কী?
যদি বলেন, হ্যাঁ আমার grammar শেখায় উদ্দেশ্য তাহলে ঠিক আছে, কারণ হয়ত আপনার এই উদ্দেশ্যের পিছনে কোন কারণ আছে। আর তা না হলে শুধু শুধু grammar শেখা বৃথা।
অনেক এই সূক্ষ্ম ভুলের মধ্যে আছে। English grammar-এর অনেক ভেদ জানছে কিন্তু use করার ব্যাপারে ঠন ঠন।
Example দিলে অনেক কিছুই সহজে বোঝা যায়। Tense-এর rule কিন্তু অনেক মানুষই জানে। কিন্তু আপনি যদি tense-এর rule জানার পর তা ব্যবহার না-ই করেন, তাহলে আপনার tense-এর rule শিখে কী হবে? কী উন্নতি হল আপনার English learning-এ?!
ঠিক যেমন dictionary দেখে word শিখলেন, meaning জানলেন, কিন্তু word-টা practically use করলেন না তেমনি grammar পড়লেন, জানলেন কিন্তু use না করায় আসলে English শেখায় তা কোন ফায়দা বা benefit দিল না।