তাড়াতাড়ি English শিখতে চান, fine, but logical (যৌক্তিক) way-তে আগাতে হবে।
এটাই মূল কথা। এ কথা অস্বীকারকারী student বা teacher — উভয়ই ভুলের মধ্যে আছে।
আমি দুটি way বলছি:
i. Slow and steady way এবং ii. Fast and steady way.
দুটির মধ্যে কোনটিই বেশি ভাল বা কম ভাল বলা যাবে না।
কখনো কখনো learner যে হয় তার প্রতি লক্ষ্য করেই আমি প্রথমটা বা পরেরটা গ্রহন করি।
অন্যদের যৌক্তিক মতামতকে আমি শ্রদ্ধা করি। আমার মত হল customized way-তে শেখা বেশি ফলপ্রসূ। যার যে level — সেই level অনুযায়ী পড়া-পড়ানো বেশি appropriate.
তাই বলে group/class learning সম্ভব নয় – তা কখনোই নয়। কিন্তু একই group বা class-এ নানান level-এর student থাকলে কিভাবে learning ভাল হবে?
যদি IELTS বা এই জাতীয় formatted বিষয় হয়, তারও technique আছে, কিন্তু সব learning যেমন language learning এতে খুব ফলপ্রসূ হয় না।
যাহোক, দুই technique-এর মধ্যে,
আপনার জন্য slow and steady learning তখনি effective (ফলপসূ) যখন আপনি অনেক weak বা English-এ দুর্বল। আর মেধা ভাল না হলে তো অবশ্যই।
আর fast and steady learning তখনি effective (ফলপসূ) যখন আপনি বেশি weak না বা English-এর basic আছে। আর মেধা ভাল হলে তো অবশ্যই।
Dedicated time (যে সময়টাতে আপনি অন্য কিছুই করবেন না) দিতে পারলে fast and steady learning অনেকের জন্য সম্ভব ও ফলপ্রসূ।
খেয়াল করেছেন? Steadiness (দৃঢ়তা) দুই ক্ষেত্রেই দরকার। তার মানে যত কম সময়েই আপনি শেখার ইচ্ছা বা চিন্তা করেন না কেন – regularly না শিখলে বা regularly লেগে না থাকলে আসলে “শেখার চেহারা” দেখতে হবে না।
আমি ব্যক্তিগত ভাবে যেটা করি তা হল, assessment test-এর মাধ্যমে সেটা বলে থাকি কার জন্য কি করা উচিত – এটা আগেও বলেছি।
সামনে এই বিষয়ে ইনশাআল্লাহ আরও আলোচনা করব।