0

English দ্রুত শিখতে চান: Part 1

“Sir, English খুব তাড়াতাড়ি শিখতে চাই!”

— এটা আমার অনেক student-দের ইচ্ছা, বরং আবদার বলা চলে।

খুব ভাল কথা!

কিন্তু বাস্তবতা কী?

আমি দেখেছি যে, সারাজীবন ফাঁকি দিয়ে এই জাতীয় কথা আমরা বেশি বলি। শুনতে ironic (বিদ্রূপাত্মক) হলেও কথাটি বিদ্রুপ অর্থে বলিনি, বলেছি তিক্ত সত্য। English একটা idiom আছে: “bitter pill to swallow” – কোন বাস্তবতা যা গ্রহণ করতে কষ্ট হয়।

যাহোক, যেটা বলছিলাম:

দ্রুত English কেন? সবই সবাই দ্রুত শিখতে চায়। আমি বলি “ছোট হয়ে আসছে পৃথিবী না বলে “দ্রুত হয়ে যাচ্ছে পৃথিবী” বলুন। আরও ভাল হয় “অতি দ্রত করতে চাইছি জীবন” – এমন কিছু বললে।

ক্ষমা চাই, কিন্তু এটাই নির্মম বাস্তবতা যে এত দ্রুত চিন্তা, চেষ্টা ও স্বপ্ন যে দেখছি, আসলে আমাদের শক্তি, সামর্থ্য ও সাধ্য কি আসলে যে কোন কিছুই এত দ্রুত শেখাতে সম্ভব? যারা খুব advertise করে ৫ দিন, ১০ দিন, ২০ দিন – (আজকাল তো ১ দিনও বলে!) তারা কি নিজেরা না বুঝে বলে নাকি জানি না কিন্তু যে কোন language খুব দ্রত শেখা/শেখানো কি বাস্তব সম্মত কথা?

আমরা যেন আত্ম-প্রবঞ্চনা কিংবা প্রতারণা থেকে বাঁচতে চাই তাদের প্রতি তাই নিবেদন আকাশ-কুসুম কোন কল্পনা ছেড়ে দিন।

হ্যাঁ সঠিক প্রচেষ্টা ও পরিশ্রম প্রয়োগ করা হলে English তাড়াতাড়ি আয়ত্ত্ব করতে পারবেন – এমন চিন্তা করাই যায়।

সেক্ষেত্রে আপনার মেধা ও শ্রম – কতটুকু সময আপনি দিচ্ছেন – এগুলো খুবই গুরুত্বপূর্ণ!

শেখার মধ্যে steadiness তথা দৃঢ়তা থাকতে হবে।

Slowly হলেও যদি steadily হয়, ফল ভাল হয়।

Fast হলে যদি unsteadily – অনিয়মিত হয়, ফল খারাপ হয়।

…to be continued inshaAllah

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *