এই প্রশ্নের সম্মুখীন কম হইনি।
এর সরল উত্তর হল (A straight answer to this question is): বেশীর ভাগ সময় বড় কিছু, বিশেষ করে যদি ভুলটি হয় বড়।
কেউ যদি বলে “I am agree!” — এটা আকারে ছোট ভুল তো কী হয়েছে? ভুলটি বড়ই।
একটা কথা মনে পড়ে গেল, বলি: Chinese ভাইদের সাথে business করতে গেলে হয়ত উপরোক্ত ভুলটি আবার বড় নয়!
কিন্তু আমরা কি “এক রকম চললেই হল” এমন English use-এর কথা বলছি?
না।
সুতরাং, grammar-এর fundamental – হাঁ মৌলিক নিয়মকানুনে ভুল অবশ্যই ধর্তব্য ও এঁর সংশোধন অত্যন্ত জরুরী।
এর অনেক example ইনশাআল্লাহ সামনে আসছে। আমাদের সাথে Updated থাকুন!
আরেকটি কথা।
Speaking-এর সময় অনেকক্ষেেত্রেই অনেক রকম ভুল মার্জনা করা হয়। নির্ভর করে কোন environment-এ, কার সাথে কথা বলছেন। তাই বলে, IELTS-এর speaking test, এমন job interview যেখানে English-এ আপনার efficiency আছে কিনা যাচাই করা হচ্ছে – অবশ্যই এসব ক্ষেত্রে নয়!
আর Writing-এর কথা কি বলব, এটা তো বলাই বাহুল্য (not to mention) যে, writing চলেই grammar-এর ইমামতিতে! সেখানে পাঁচ মিশালী grammar ব্যবহার করলে “writing” হবে কিনা তা বলতে পারব না, কিন্তু আপনার writing-এর পাঠক (reader)-এর সাথে আপনার fighting শুরু হলেও অবাক হব না!