Reading যদি regularly অধিক পরিমাণে করা হয় তাহলে বহুমুখী benefit রয়েছে। একটু পরীক্ষাই করে দেখুন না!
কিভাবে শুরু করতে পারেন?
আমার মতে best হল ভাল essay বই। যাদের Internet-এ পড়ার অভ্যাস আছে তারা ভাল blog পড়তে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, খুব কঠিন English পড়তে শুরু করে দেবেন না! আপনার জন্য suitable English পড়ুন। Hard copy পেতে হলে Nilkhet-এ ভাল essay বই পাওয়া যায়; কিনে নিন।
বেশি কঠিন শব্দ সম্বলিত ও research জাতীয় কিছু পড়েন না। সাধারণ interesting topics নির্বাচন করুন পড়ার জন্য – critical কিছু নয়।
Reading material fix অর্থাৎ, নির্ধারণ করার পর এবার শুরু করে দিন। রীতিমত পড়তে থাকুন। প্রয়োজনে সময়টাও fix করুন। লাভ হচ্ছে কি না – সে দিকে ভ্রুক্ষেপ করেন না। অন্তত এক মাস টানা তো পড়ুন!
আমাদের একটা fundamental problem হল সাধনা তো করতেই চাই না, সামান্য প্রচেষ্টাও করতে চাই না। তিক্ত লাগলেও যে কথাটা সত্য! তাই বলতেই হল।
পড়তে পড়তে পড়তে দেখবেন confidence grow করতে থাকবে। নতুন word শিখতে থাকবেন। নতুন expression ও sentence পাবেন, জানবেন।
আমি আমার student-দের সব সময় একটি কথা বলি – Learning -কে interesting বানাও। English শেখার জন্য reading কে interesting বানাতে হবে।