0

আসলে listening-এও দুর্বলতা আছে

যারা হরহামেশা বলে থাকি আমি speaking-এ খুব দুর্বল তারা কিন্তু listening-এও দুর্বল।

যখন কারো সাথে আমরা কথা বলি তখন listening আসলে speaking-এরই একটি অংশ। Listening-কে একদমই উপেক্ষা (ignore) করে চলার ফল এই হবে যে, কথাই বোঝা যাবে না, কথা কী বলবেন…?!

সাধারণভাবে, ভাল listener-রা সহজে ভাল speaker হতে পারে। আপনি যখনই বুঝবেন যে, আপনার listening skill দুর্বল আপনার উচিত listening practice করা।

ভাল speaker-এর সাথে speaking practice করলে কিন্তু automatically (আপনা আপনিই) listening কিছু practice হচ্ছে! তারপরও ভাল ভাল audio/video Internet-এ available. সেগুলো শুনুন। কিন্তু আবারও সেই কথা – সত্যিকার ফায়দা পেতে regularly শুনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *