আমাদেরকে Informal ও formal English-এর ব্যবহারে সতর্ক (careful) থাকতে হবে।
যেখানে informal English বলা দরকার সেখানে formal বললে যত না ক্ষতি, তার চেয়ে অনেক বেশি যেখানে formal বলা বা লেখা দরকার সেখানে informal বললে বা লিখলে।
অনেক দেশে communicate করলে হয়ত এই বিষয়টিতে খুব অসুবিধা হবে না, অনেকে native-রা informal English ব্যবহার করে ও অন্যরা ব্যবহার করলে তা স্বাভাবিকভাবে গ্রহণ করে। কিন্তু মনে রাখতে হবে, এটা আমাদের জন্য ভাল practice না। আবার সব native-রাও আমাদের যত্রতত্র informal English-এর ব্যবহার পছন্দ করবে না, আবার অনেকেই আমাদের থেকে formal situation-এ কেবলই formal English আশা করে থাকে।
সে যা-ই হোক, casual বা informal English-এ অভ্যস্ত হওয়াটা job life-এর জন্য ঝুঁকিপূর্ণই বটে।