0

Madrasah-র পড়ার পাশাপাশি ইংরেজি ভাষা শেখা

Madrasah-র পড়ার পাশাপাশি ইংরেজি শিখতে চাইলে আমি এ বিষয়ে প্রথমেই যে বিষয়ে গুরুত্ব দিব তা হল আপনার মূল লেখাপড়া। সেটা ইখলাসের সাথে করুন ও আপনার আসাতিযা ও উসতাযগণের নির্দেশনা অনুযায়ী করুন। তার পাশাপাশি বা বাইরে কিভাবে ইংরেজি শিখবেন তা উনাদের সাথে সরাসরি বা উনাদের অনুমতিক্রমে বিচক্ষণ কারো সাথে পরামর্শ করুন।  সঠিক নিয়্যত ও জযবার ফলে ইনশাআল্লাহ পথ পেয়ে যাবেন।

যেকোন ভাষার মতই প্রথমে basic টা শিখতে হবে। তা শিখতে ন্যুনতম হলেও ৩ মাস (3 months) তো লাগবেই। সাথে অন্য লেখাপড়া বা কাজকারবার থাকলে আরো বেশী লাগাই স্বাভাবিক।

অরেকটু বলি, সবাই আজকাল ইংরেজি শিখছে বলে আপনিও ইংরেজি শিখবেন – এমনটি যেন না হয়। বাংলা ভাষায় আপনার পারদর্শীতা দাওয়াতি কাজে আগে সহায়ক হবে। অনেকে বাংলা, আরবী, ফারসী, উর্দু, ইংরেজি সবই “পারে”। কিন্তু কিছুই “মানসম্পন্ন” নয়! এমন হওয়ার কোন দরকার নেই।

আল্লাহ তায়ালা যাদেরকে দ্বীনের খাদিম হওয়ার সৌভাগ্য দেন তাদের পথে শয়তান নানাভাবে বসবে; এটাই স্বাভাবিক। আমরাও ইস্তেখারা ও পরামর্শ করে সুচিন্তিতভাবে আগাব, ইনশাআল্লাহ তাতে দ্বীন ও দুনিয়া হিফাযত হয়ে যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *