0

Business English (Job English) শেখার জন্য করণীয় কী

Business English বা Job English হল মূলত ভাল formal communication শেখা সম্পর্কিত course বা curriculum-এর নাম।

কেউ কেউ হয়ত বলবে এটা শেখার কিছু নেই। কারণ তারা না শিখেই ভাল communication করছেন। এটা হতেই পারে। কারণ, লেখাপড়ার background ভাল হলে বা নিজস্ব skills ও qualification–এর কারণে communication যদি developed হয় – তাহলে কারোর জন্য Business English বা Job English আয়ত্ত আনতে বিশেষভাবে পৃথক মেহনত করা লাগে না। তারপরও তারা যদি over confident (অতি আত্মবিশ্বাসী) না হয়ে একটু লেখাপড়া করেন দেখা যাবে অনেক নতুন বিষয় শেখা হচ্ছে। Business English বা Job English কি শুধু ভাষা বিষয়ক জিনিস আলোচনা করে? না। বরং culture, complex situation ও নানান context (অবস্থা ও প্রসঙ্গ)-এ উদাহরণ দিয়ে skill বৃদ্ধিতে সহায়ক হয়।

আর সাধারণভাবে তো সবারই Business English বা Job English সম্পর্কে চোখ-কান খোলা রাখা জরুরী। সেটা হতে পারে নিম্নোক্ত উপায়ে:

  • ভাল বই-পত্র পড়ে
  • Internet-এ article reading-এর মাধ্যমে
  • Professional-দের seminar, workshop attend করে
  • ভাল Video দেখে

সামনে আসছে ইনশাআল্লাহ। বিভিন্ন Tips & Tricks on Business Communication!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *