0

Writing-এ উন্নতি কি রাতারাতি সম্ভব

আসলেই সম্ভব নয়। কিন্তু সাধনা করলে writing-এ উন্নতি তো অবশ্যই সম্ভব।

ভাল reader হয়ে যান। অর্থাৎ, regularly বেশি বেশি reading practice করুন। এতে করে দেখবেন আপনার expression-এ উন্নতি হচ্ছে।

যে সব বইয়ে common error, ভাল expression, writing style নিয়ে আলোচনা আছে সেগুলো পড়লে ভাল idea build up করা যায়। তবে এগুলো কিন্তু মূলত তাদের জন্য যাদের already “writing ability” আছে। Writing ability যদি below average হয় তাহলে এই পন্থা তেমন কার্যকরি নয়।

আপনি যদি below average writer হয়ে থাকেন, অর্থাৎ, খুবই দুর্বল writer হয়ে থাকেন, তাহলে আপনার writing কোন ভাল English teacher-কে দেখান। উনি আপনাকে দিক নির্দেশনা দিবেন। আমি তো অামার অনেক weak student-দেরকে লিখতে একদম মানা করে দিই! কারণ, ভুলের হার তাদের এত বেশি যে, আগে basic sentence structure এবং আনুসঙ্গিক বিষয় শিখতে হবে তাদের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *