Reading practice এর জন্য আপনার level-এর reading বাড়ান। এটা regular করুন। একদম regular basis-এ এই practice চলতে থাকলে দেখবেন উন্নতি হচ্ছে।
বুঝেছি, মনের মধ্যে এই প্রশ্নের উদ্রেক হয়েছে যে, “আমার level-টা কি, কিভাবে বুঝব সেটা?”
এজন্য আপনি কোন ভাল English জানে এমন কারুর সরণাপন্ন হন। এটা হল simple একটা সমাধান (solution)।
আর যে কিনা অভিজ্ঞতা সম্পন্ন English Teacher তিনি তো এক্ষেত্রে সবচেয়ে ভাল guidance দিতে পারবেন আপনাকে। তার সমণাপন্ন হলে কথাই নেই।
খবরদার এই কথা বলার পরও English পত্র-পত্রিকা পড়ে reading practice করবেন – এ কথা বলেন না। হ্যাঁ তাতে কিছু উপকার আছে। কিন্তু English পত্রিকা কি আপনার reading শেখার জন্য?!