0

মাদ্রাসার ছাত্রদেরকে Abdullah Sir কিভাবে English পড়াবেন

প্রথম কথা মাদ্রাসার তালিবুল ইলম ভাইদেরকে Abdullah Sir আগে ইংরেজী পড়িয়েছেন। তাই sir-এর এই বিষয়ে অভিজ্ঞতা আছে। Sir মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়াহ্-তে দু’বছর English পড়িয়েছেন।

দ্বিতীয়ত: শেখানোর কায়দা-কানুনে general শিক্ষিত ভাইদের সাথে যদিও কিছু পার্থক্য হয় – সেটা খুব বেশী পার্থক্য হয় না। কারণ, মাদ্রাসার অনেক তালিবুল ইলম ভাইয়েরা বেশ মেধাবী হয়ে থাকেন। মাশাআল্লাহ্ অনেকের তো English-এর সাথে আগে থেকেই বেশ পরিচয়ও আছে। সুতরাং, মেধা, কে কতটুকু আগে ইংরেজি পড়েছে ইত্যাদি অবস্থা যাচাই করেই বোঝা যায় কার জন্য কায়দা কী হবে।

আমাদের মান নিরুপণ পরীক্ষা (assessment test) তো আছেই – যার মাধ্যমের খুব সহজে ধরা পড়ে কার English-এর status কী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *