0

একা একা কি Speaking Practice হয়

ঐ মানের হয় না যে মানের হলে মন-প্রাণ ভরবে! Speaking-এর goal বা লক্ষ কি, বলুন? হ্যাঁ মানুষের সাথে কথা বলা – To speak with other people.

সুতরাং আপনি নিজে নিজে speaking করে কতটুকু সফল হবেন বুঝতেই পারছেন।

কিন্তু কোন word বা sentence structure practice করার উদ্দেশ্যে যদি নিজে নিজে কেউ তা বার বার উচ্চারণ করে বা নিজেকে নিজে প্রশ্ন করে নিজেই উত্তর বলতে থাকে – একরকম speaking practice ফায়দা থেকে  সম্পূর্ণ খালি নয়।

Speaking-এর কার্যকর (effective) practice একজন ভাল partner-এর সাথেই হয়ে থাকে।

If you want to effectively practice English speaking, please fix up a good partner. Speak with him/her for at least 1 hour every day!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *