কী বই কিনবেন English শিখতে

যে কোন বই আপনি কিনবেন না। সব বই সবার জন্য নয়। কিছু বই অবশ্য সাধারণভাবে refer করা যায়। যেমন grammar-এর ভাল বই বলতে Raymond Murphy-র বইগুলো আছে: Elementary English Grammar এবং Intermediate English Grammar. এগুলো standard English grammar বই।

কিন্তু আপনার চাহিদা কী? এটা বুঝতে হবে সবার আগে। যারা ইংরেজীতে দুর্বল তারা সাধারণত এভাবে বলেন, “আমি speaking-এ খু্বই দুর্বল বা reading-এ দুর্বল।  Speaking-এর জন্য কোন বই ভাল? Reading-এর জন্য কোন বই ভাল।” এর কি আসলে কোন সাধারণ উত্তর আছে? খুবই কঠিন তা বলা; হাঁ এর চেয়ে না বলাই শ্রেয় বেশী!

কারণ আপনার দুর্বলতার level কী? এটা আগে জানা দরকার।

Abdullah Sir যেটা করেন মান-নিরুপণ পরীক্ষা (assessment test) নেন। শুধু একটা অংশের নয়। Language-এর সব অংশের। তখন মোটামুটি ধরা পড়ে আপনার English level. তখন বোঝা যায় আপনার English-এর প্রকৃত অবস্থা।

আর তখন ন্যায়সঙ্গত ভাবে বলা যায় আপনার জন্য কোন বইটি/বইগুলি উপকারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *