0

​Speaking করে মুখ ব্যথা?!

এমন কোনো কথা শুনেছেন কখনো?

শোনার দরকার নাই। নিজের মুখ একটু ব্যথা করে ফেলুন। একদম প্রাথমিক অবস্থায় এটা খুব অব্যর্থ একটা ওষুধ।

কিভাবে মুখ ব্যথা করবেন?

এমনভাবে দিনের কোনো এক সময় প্রস্তুত হয়ে যান যে, আগামী ১ ঘন্টা বাংলায় কোনো কথা নয়। কথা চলবে শুধু English-এ।

Common complain হল:
….এত Englishআমি পারিই না, বলব কিভাবে??

তাহলে জোরে জোরে পড়া শুরু করুন। বেশ জোরে। মিন্ মিন্ করে তো নয়ই, বেশ উচ্চস্বরে পড়তে হবে অর্থাৎ, high volume-এ English পড়তে শুরু করুন। যেন বক্তৃতা করছেন!

প্রতিদিন minimum ১ ঘন্টা এভাবেই speaking করতে হবে। English-এর জন্য মুখ খোলা ও speaking করাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *