ইদানিং এই কথাটি বলছি আমার student-দের।
আমরা লিখব কী….(?) পড়িই তো না। না পড়লে লেখালেখি আসে? খুব বেশি আসে না। যদি আসেও, standard হয় না।
Daily কিছু না কিছু পড়ুন; দেখবেন আপনার লেখায় ধীরে ধীরে হলেও একটা positive change আসছে।
মনে করুন আপনি IELTS দেবেন। সকালে writing task পড়ুন। যেটা সকালে পড়লেন, এটাই রাতে লিখুন। পড়বেন দশবার, লিখবেন একবার।
কিছুদিন এই practice-টা করুন। খুব ভাল ফল পাবেন ইনশা-আল্লাহ।