0

মুখস্থ করবেন নাকি পড়বেন

English word বা sentence মুখস্থ করবেন? নাকি শুধু পড়ে যাবেন?

এক্ষেত্রে আমার পরামর্শ হল, দুটোরই প্রয়োজন আছে বলে দুটোই করুন। যারা regular পড়ে, তাদের অনেক কিছু মুখস্থ হয়ে যায়।

পড়ার সময় মনে রাখার প্রবণতা বা কমপক্ষে মনে রাখার একটা প্রবল ইচ্ছা থাকা চাই। তাহলে অনেক গুরুত্বপূর্ণ expression মনে থাকবে। পরে সামনে আসলে তা পরিচিত মনে হবে, ব্যবহারের সুযোগ হলে তা ব্যবহার করা যাবে।

যেমন ধরুন, আপনি bbc.com-এ একটি খবর পড়তে গিয়ে যখন এই lineটি পড়লেন: A man stuck in traffic that had come to a complete standstill in heavy snow has phoned the BBC to explain his predicament (কঠিন/কষ্টকর /বিব্রতকর অবস্থা).

– আপনি নিশ্চই predicament শব্দটির অর্থ না জানলে তা শিখে ফেলবেন?! Word-টির meaning মনে রাখবেন? তাই নয় কি? কখনো কখনো শুধু মুখস্থ অনেক কাজে দেয়। সব সময় পড়ুন, বেশি মুখস্থ করতে হবে না! ঘুরে ফিরে অনেক word আসবে ইনশা-আল্লাহ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *