যদি আপনি মোটামুটি English লিখতে পারেন, তাহলে আজ থেকেই English-এ diary লিখুন।
Diary লেখা মানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলেন না করলেন তার বিস্তারিত কিছুই লেখার দরকার নেই! Just পাঁচ line লিখুন আজ কই গেলেন, কি হল বা কেমন ছিলেন(?)
ঠিক আছে, আপনি এত ব্যস্ত…তাহলে তিন line লিখুন!
আপনার আশেপাশে যে একটু ভাল English জানে মাঝে মধ্যে তাকে আপনার diary writing-এর কিছু কিছু দেখান। বাসায় কেউ English জানলে তাকেই দেখান। দেখবেন simple mistake গুলি এভাবেই দূর করা সম্ভব।