0

Dictionary দেখে Vocabulary বৃদ্ধি কতটুকু কার্যকরি

জ্বী Dictionary দেখার অভ্যাস খুবই ভাল একটি অভ্যাস। বিশেষ করে dictionary যদি ভাল dictionary হয় এবং আপনার dictionary দেখার অভ্যাস থাকে। আমাদের মধ্যে অনেকেই আছে dictionary দেখার নিয়ম জানি না! Dictionary দেখার নিয়ম কানুন না জানলে শুধু word-এর meaning জানলে খুব বেশি উপকার হয় না। একটা হল ক্ষণস্থায়ী উপকার বা প্রয়োজন পুরণ (fulfilling a requirement temporarily)। আরেকটা হল সত্যিকার learning. যেমন, আপনি একটা word meaning দেখলেন। তার meaning-টাই শুধু দেখে ক্ষান্ত হলেন না। তার pronunciation (উচ্চারণ), part of speech (পদ) এবং সর্বোপরি (above all) তার use জানলেন। এমন কি শব্দের origin (উৎপত্তি) দেখাও অনেক সময়ই খুব উপকারী।

Dictionary ধরে word মুখস্থ কোন বুদ্ধিমানের কাজ নয়। কারণ, vocabulary ভাষার অনেক কিছু ঠিক কিন্তু সব কিছু নয়! কেউ যদি ভাল English জানে – হ্যাঁ তার জন্য dictionary’র word দেখা তুলনামূলক অনেক উপাকারী হয়ে থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *